Logo

রাজনীতি    >>   সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও এমপি জ্যাকব রিমান্ডে

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও এমপি জ্যাকব রিমান্ডে

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও এমপি জ্যাকব রিমান্ডে

 

রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ২০ নভেম্বর বুধবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ, এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন জানানো হলেও রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ জামিন আবেদন নামঞ্জুর করে আনিসুল হকের রিমান্ড মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় আনিসুল হককে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন গার্মেন্টস কর্মী ফজলুল করিম। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাই বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে উত্তরা পূর্ব থানায় মামলা করেন। মামলায় আন্দোলনের সহিংসতার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ আরও বেশ কয়েকজন ব্যক্তির নাম উঠে এসেছে।

অন্য মামলায় আদালত ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ২০ নভেম্বর তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামি পক্ষ জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তা বিরোধীতা করে। শুনানি শেষে বিচারক ইমরান আহম্মেদ জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১ অক্টোবর ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে গুলশান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০ জুলাই রাজধানীর রুপনগর থানায় শামীম হাওলাদারের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিনি প্রভাবিত ছিলেন। শামীমকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তিনি মারা যান। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রুপনগর থানায় একটি হত্যা মামলা করেন, যেখানে আব্দুল্লাহ আল জ্যাকব এজাহারনামীয় ১২২ নম্বর আসামি।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert